২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ || ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে  ১০ জানুয়ারি পালিত হয়  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস   । এ উপলক্ষে  অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব দিদারুল আলম এমপি।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে ও প্রচার – প্রকাশনা সম্পাদক  মাস্টার জাহাঙ্গীর ভূঁইয়ার পরিচালনায় বক্তব্য রাখেন   সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, চট্টগ্রাম জেলা  পরিষদ  সদস্য আ ম ম দিলসাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলাউদ্দীন সাবেরী,সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী,  বারৈয়ারঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেহান উদ্দিন , বাড়বুকণ্ড ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান  ছাদাকাত উল্লাহ মিয়াজী,  ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান নাজিম উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক আজম খান, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক জালাল আহমেদ,অর্থ সম্পাদক মো. আলাউদ্দীন, দপ্তর সম্পাদক মো. ইউনুচ,সীতাকুণ্ড পৌরসভার কাউন্সিলর সফিউল আলম চৌধুরী মুরাদ, ভাটিয়ারি ইউনিয়ন  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আজম জসীম ও আবদুস সালাম ও উপজেলা ছাত্রলীগের সভাপতি  জাহেদ চৌধুরী ফারুক প্রমুখ  ।