চট্টগ্রাম-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী দিদারুল আলম সীতাকুণ্ডের মাদামবিবির হাট শাহজানীয়া শাহের (র.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে গণসংযোগ শুরু করেছেন।
বুধবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ভাটিয়ারী ইউনিয়নের
গণসংযোগে অংশ নেন শিল্পপতি সালা উদ্দিন, ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন, উপজেলা আ্ওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক এসএম ইউসুফ, ভাটিয়ারী ইউনিয়ন আ্ওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আজম জসিম, আওয়ামী লীগ নেতা আবদুস সালাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাহেদ, ইউপি সদস্য মো. মাসুম, মো. অহিদুল,তাঁতী লীগের আহ্বায়ক নুর মোহাম্মদ প্রমুখ।
এ সময় তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত সমৃদ্ধ সীতাকুণ্ড গড়তে ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।