২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ || ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

আজমল হোসেন, মিরসরাই * দেশের তৈরি পোশাক শিল্পে বিশেষ অবদান রেখে রপ্তানী বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরুপ সিআইপি (কমার্শিয়াল ইম্পর্ট্যান্ট পার্সন) স্বীকৃতি পেয়েছেন ক্লিফটন গ্রুপের সিইও এমডিএম মহিউদ্দিন চৌধুরী।

গত ৩সেপ্টেম্বর রাজধানীর হোটেল র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমডিএম মহিউদ্দিন চৌধুরীর হাতে সিআইপি কার্ড তুলে দেন। বাণিজ্য সচিব শুভাশীষ বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, ইপিবির ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য, এফবিসিসিআইয়ের পরিচালক হাসিনা নেওয়াজ ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির।

এমডিএম মহিউদ্দিন চৌধুরী মীরসরাই উপজেলার খৈয়াছরা ইউনিয়নের মসজিদিয়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক, বিদ্যোৎসাহী মরহুম বজলুছ ছোবহান  চৌধুরীর পুত্র এবং ক্লিফটন গ্রুপের চেয়ারম্যান প্রফেসর এমডিএম কামালউদ্দিন চৌধুরীর ছোটভাই।