২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ || ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

 

মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে দৈনিক পূর্বদেশ-এর সিনিয়র সহসম্পাদক সঞ্জয় মহাজন কল্লোল (৪৩) মৃত্যুবরণ করেছেন। বুধবার (০১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিউরোসার্জারি ওয়ার্ডের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন ।

সাংবাদিক সঞ্জয় মহাজন কল্লোল হাটহাজারী উপজেলার ধলইয়ের এনায়েতপুর গ্রামের শরদিন্ধু মহাজনের ছেলে ।

মৃত্যুকালে তিনি মা রাণী বালা দেবী, স্ত্রী বিউটি নাথ, এক ছেলে অভিজিৎ মহাজন, এক মেয়ে অপর্ণা মহাজন তন্বি, বড় ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক কল্লোল বাবু গত ২৮ জুলাই রাত পৌনে ১২টার দিকে নগরের মোমিন রোডস্থ দৈনিক পূর্বদেশ কার্যালয় থেকে কাজশেষে বাসায় ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হয়  চমেক হাসপাতালে ।

সঞ্জয় মহাজন কল্লোল এর আগে দৈনিক পূর্বকোণ, কালেরকণ্ঠ, সুপ্রভাত বাংলাদেশ পত্রিকায় কর্মরত ছিলেন। সর্বশেষ দৈনিক পূর্বদেশ পত্রিকায় সিনিয়র সহ-সম্পাদক হিসেবে যোগ দেন।

মাত্র পঁয়তাল্লিশ বছর বয়সে প্রিয় সহকর্মীর আকস্মিক মৃত্যুতে  চট্টগ্রামের সাংবাদিকমহলে নেমে এসেছে শোকের ছায়া ।