ভারত থেকে তিনশোটি দ্বিতল-একতলা, এসি-ননএসি বাস কিনছে সরকার। লাইন অব ক্রেডিটের (এলওসি) মাধ্যমে এসব বাস কিনতে সরকারের ব্যয় হবে ২৩৯ কোটি ৬ লাখ টাকা। প্রতিটি বাসের দাম পড়বে প্রায় ৮০ লাখ টাকা। রাষ্ট্রীয় চুক্তির ভিত্তিতে সরাসরি সরবরাহ করবে দিল্লির অশোক লেল্যান্ড মটরস লিমিটেড।
দেশের গণপরিবহনের চাহিদা মেটাতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বাস কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার (১ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৈঠক শেষে সাংবাদিকদের এতথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান।
অতিরিক্ত সচিব বলেন, এসব বাসের সঙ্গে ১০ শতাংশ যন্ত্রাংশ ও অন্য সেবা দেবে সরবরাহকারী কোম্পানি।