একাদশ জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া আওয়ামী লীগের সংসদীয় দলের মিটিংয়ে দলটির সভাপতি শেখ হাসিনাকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা নির্বাচিত করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দুপুরে সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে এ মিটিং অনুষ্ঠিত হয়।
এই নিয়ে টানা তৃতীয়বার এবং সব মিলিয়ে চতুর্থবারের মতো সংসদ নেতা নির্বাচিত হলেন শেখ হাসিনা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মিটিংয়ে শেখ হাসিনাকে সংসদ নেতা করার প্রস্তাব দেন। এতে সমর্থন করেন আওয়ামী লীগের পরিষদের সদস্য আমির হোসেন আমু। এ সময় আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্যরা সমস্বরে প্রস্তাবে সমর্থন জানান।