২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ || ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপনের জন্য কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। শুক্রবার (১৪সেপ্টেম্বর) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি জানান, ২৮ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ সারাদেশের মসজিদে দোয়া এবং মন্দির, গীর্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা। সারাদেশের ইউনিয়ন পায়ায় পর্যন্ত এ কর্মসূচি পালিত হবে।

ওবায়দুল কাদের বলেন, এদিন সকাল ১০টায় বঙ্গবন্ধু জাদুঘরের সামনে আওয়ামী লীগের ত্রাণ উপকমিটি ১০০টি রিক্সা ভ্যান বিতরণ করবে। ১১টায় আজিমপুরে দুস্থদের মাঝে খাবার বিতরণ, অসচ্ছল পরিবারের ছাত্র ছাত্রছাত্রীদের মধ্যে আর্থিক সহযোগিতা এবং পুস্তক বিতরণ করা হবে। এছাড়া দলীয় সভাপতির জন্মদিনে সারাদেশে আওয়ামী লীগের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা ও রাজধানীতে সহযোগী সংগঠন আনন্দ শোভাযাত্রা করা হবে।

এছাড়া আওয়ামী লীগের শিক্ষা উপকমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় স্কুলের ছাত্রছাত্রীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিকেলে কেন্দ্রীয় আওয়ামী লীগ ‘নবীণদের দৃষ্টিতে শেখ হাসিন শীর্ষক’ আলোচনা সভা করবে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে। ওবায়দুল কাদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের জন্মদিন, অসহায়, গরীব ও দুঃখী মানুষদের জন্য উৎসর্গ করা হবে।

তবে এবারের জন্মদিনেও জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেয়ার কারণে দেশের বাইরে থাকবেন প্রধানমন্ত্রী। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী তীরের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় কন্যা শেখ হাসিনা।