লায়ন্স ক্লাব্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক ৩১৫বি৪ এর কেবিনেট সদস্যদের অভিষেক অনুষ্ঠান এবং প্রথম কেবিনেট মিটিং–এ বক্তারা বলেছেন, লায়ন্স ক্লাবের প্রতিজন সদস্যকে লায়নিজমকে ব্র্যান্ডিং করতে হবে। লায়নিজমের মাধ্যমে যে মানুষের কল্যাণ করা যায় তা সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে হবে। যেখানে প্রয়োজন সেখানেই সঠিক সময়ে সহায়তা পৌঁছে দিতে হবে। সমাজের কম সৌভাগ্যবান মানুষদের সাথে নিয়ে এগিয়ে যাওয়ার শিক্ষাই যে লায়নিজমের মূল শিক্ষা তা আমাদের সকলকে অনুভব করতে হবে।
শনিবার বিকেলে চট্টগ্রাম ক্লাব লিমিটেডের হলরুমে দুই পর্বে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন মনজুর আলম মনজু এবং নতুন জেলা গভর্নর লায়ন নাসির উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে বিদায়ী জেলা গভর্নর নতুন জেলা গভর্নরের কাছে গংবেল হস্তান্তরের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করেন। বক্তব্যে লায়ন মনজুর আলম ২০১৭–১৮ সেবাবর্ষে তাঁর ডাক ‘শিশুদের জন্য আমরা’ এর ওপর কাজ করার জন্য লায়ন সদস্যদের ধন্যবাদ জানান।
পরে লায়ন নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে কেবিনেট মিটিং অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক কেবিনেট সদস্য উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে জেলা গভর্নর লায়ন নাসিরউদ্দিন চৌধুরী উপস্থিত কেবিনেট সদস্য এবং ক্লাব সদস্যদের সকল কর্মকাণ্ডে সকলের সহায়তা কামনা করেন। তিনি বলেন, নতুন বছরে প্রত্যেক সদস্যের কাঁধে নতুন দায়িত্ব এসেছে। সে দায়িত্ব পালনে সবাইকে সচেষ্ট হতে হবে। তাহলেই একটি সুন্দর, সফল সেবাবর্ষ উপহার দেয়া সম্ভব হবে।
অনুষ্ঠানে লেডি গভর্নর লায়ন শামিম আরা চৌধুরী, সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন মোহাম্মদ মঞ্জুর আলম মঞ্জু, লেডি আইপিডিজি লায়ন রাশেদা বেগম, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুন মালেক, সেকেন্ড ভাইস জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টচার্য বক্তব্য রাখেন। প্রাক্তন জেলা গভর্নরদের মধ্যে লায়ন এমএ মালেক বক্তব্য রাখেন। এই সময় প্রাক্তন জেলা গভর্নরদের মধ্যে লায়ন শফিউর রহমান, লায়ন রুপম কিশোর বড়ুয়া, লায়ন পি. আর.সিনহা, লায়ন আলহাজ রফিক আহমেদ, লায়ন ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস, লায়ন এস এম ইসহাক, লায়ন নুরুল ইসলাম, লায়ন এস. এম শামসুদ্দিন, লায়ন শাহ আলম বাবুল উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে কেবিনেট সেক্রেটারি লায়ন জাহেদুল ইসলাম চৌধুরী, সদ্য প্রাক্তন কেবিনেট সেক্রেটারি লায়ন জাফরুল্লাহ চৌধুরী, কেবিনেট ট্রেজারার লায়ন মোহাম্মদ মোসলেহউদ্দিন খান, জয়েন্ট কেবিনেট সেক্রেটারি লায়ন আশরাফুল আলম (আরজু), জয়েন্ট কেবিনেট ট্রেজারার লায়ন আনোয়ারুল আজিম চৌধুরীসহ লায়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কেবিনেট সেক্রেটারি লায়ন জাহেদুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ এজেন্ডার উপর আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়।