লায়ন্স ক্লাব অব চিটাগং সীতাকুণ্ডের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প শুক্রবার ( ১৬ নভেম্বর ) সীতাকুণ্ডের মছজিদ্দাস্থ এস এ চৌধুরী ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয়। দিনব্যাপি আয়োজিত এ ক্যাম্পে বিনামূল্যে প্রায় ৭৪০ জনের অধিক মানুষের চক্ষু, ডায়াবেটিস পরীক্ষা ও ব্লাড গ্রুপিং পরীক্ষা করে ব্যবস্থাপত্র দেয়া হয়।
এতে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক গভর্নর লায়ন নাসির উদ্দিন। লায়ন্স ক্লাব অব চিটাগং সীতাকুণ্ডের প্রেসিডেন্ট লায়ন নূরুল আবছার চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লায়ন ডিস্ট্রিক্ট ৩১৫বি-৪ এর কেবিনেট সেক্রেটারি লায়ন জাহেদুল ইসলাম চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশের এডিশনাল ডিআইজি রোটারিয়ান মোহাম্মদ মুসলিম, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫বি-৪ বাংলাদেশ এর জয়েন্ট সেক্রেটারি লায়ন মো. আশরাফুল আলম আরজু, গভর্ন র এডভাইজার প্রসুন কুমার বড়ুয়া, রিজিওয়ান চেয়ারপারর্সন হেডকোয়ার্টার জহিরুল ইসলাম এমজেএফ, রিজিওনাল চেয়ারপারর্সন হেডকোয়ার্টার লায়ন মির্জা আকবর আলী চৌধুরী এমজেএফ, লায়ন শিহাব মালেক। উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব চিটাগং অগ্রণীর প্রেসিডেন্ট লায়ন কামরুল হাসান হারুন, লায়ন্স ক্লাব অব চিটাগং মেট্টোপলিটন এর প্রেসিডেন্ট লায়ন সাংবাদিক হাসান আকবর, লায়ন্স ক্লাব অব চিটাগং সীতাকুণ্ডের প্রথম সহ-সভাপতি লায়ন মোঃ গিয়াস উদ্দিন, সেক্রেটারি লায়ন মোঃ বেলাল হোসেন, ট্রেজারার লায়ন কামাল উদ্দিন ভূইয়া, জয়েন্ট সেক্রেটারী লায়ন আবুল হাসনাত, লায়ন ইঞ্জিনিয়ার মো. কামরুদ্দোজা, লায়ন মফিজুর রহমান সাজ্জাদ, লায়ন আলীম উল্ল্যাহ মুরাদ, লায়ন্স ক্লাব অব চিটাগং লিবার্টি’র প্রেসিডেন্ট লায়ন কাজী আলী আকবর জাসেদ, লায়ন হেলেনা ইয়াছমিন, শারমিন আবছার মুক্তা, লায়ন জিয়া উদ্দিন বাবলু, লিও আরাফাত ইলাহী, লিও নাজিমুজ্জামান, লিও নূরখান, লিও ইসতিয়াক, লিও জিয়াউল হক আরিফ, লিও ই এম বাসার, লিও সালাউদ্দিন, লিও আরিফ উদ্দিন হেলাল, লিও ইসহাক, লিও আইনুল করিম ফিরোজসহ লায়ন ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতা করেন লিও ক্লাব অব চিটাগং সীতাকুন্ড, লিও ক্লাব অব চিটাগং মেট্রোপলিটন এবং লিও ক্লাব অব চিটাগং অগ্রণী।
লায়ন্স চক্ষু হাসপাতাল এবং বিভিন্ন চিকিৎসকদের সহায়তায় পরিচালিত দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পে ৩১৫ জন রোগীর চোখ পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৪০ জনকে অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। তাদেরকে লায়ন্স ক্লাবের সহায়তায় সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু অপারেশনের ব্যবস্থা করা হবে। এছাড়া ক্যাম্পে চার শতাধিক রোগীর ডায়াবেটিস টেস্ট এবং ব্যবস্থাপত্র প্রদান করা হয়। এদের অনেকেই জানতেনই না যে, তাদের শরীরে ডায়াবেটিস বাসা বেধেছে। ক্যাম্পে চার শতাধিক মানুষের রক্তের গ্রুপও নির্ণয় করা হয়।
বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে এলাকার মানুষ বেশ আনন্দিত। সামনে এ ধরনের কর্মসূচী আরো ব্যাপকভাবে করার দাবী জানিয়েছে স্থানীয় জনসাধারণ।