রোটারী ক্লাব অব চিটাগাং হিলটাউন ও রোটারেক্ট ক্লাব অব অপরুপা চিটাগাং এর যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। গেল সপ্তাহে নগরীর বহদ্দারহাটের খাজারোডস্থ হযরত ইবনে আব্বাস এতিমখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচিতে রোটারি ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান সরাফত উল আলম চৌধুরী, রোটারিয়ান নোটনপ্রসাদ ঘোষ, রোটারিয়ান আসিফ ইকবাল আলী, রোটারিয়ান দেবদুলাল ভৌমিক, রোটারিয়ান মোহাম্মদ দিদারুল ইসলাম, রোটারিয়ান প্রণব কুমার দেব, রোটারিয়ান আমজাদ হোসেন, রোটারিয়ান মোহাম্মদ ইউসুফ, রোটারেক্ট ক্লাব অব অপরুপা চিটাগাং এর সভাপতি -রোটারেক্টর ছোটন মিয়া চৌধুরী, সহসভাপতি – রোটারেক্টর নাইমুল ইসলাম, এডিটর- রোটারেক্টর ইমদাদ, ইন্টারন্যাশনাল সার্ভিস ডাইরেক্টর- রোটারেক্টর মুন্না, সদস্য- নাদিয়া আফরোজ নদী উপস্থিত ছিলেন।
