রোটারি আর্ন্তজাতিক ৩২৮২ গভর্নর নাশিন মহসিন চট্টগ্রাম সাগরিকা রোটারি ক্লাবের সেবাকর্ম পরিদর্শন করেন। শুক্রবার (৫ অক্টোবর ) দিনব্যাপি সমাজকল্যানমূলক চলমান নানান কার্যক্রম সরজমিনে পরিদর্শন শেষে বিকালে নগরির একটি অভিজাত রেস্তেরাঁয় মূল্যায়ন সভা করেন। রোটারি সাগরিকার সভাপতি সৈয়দ মুনিরুল কুদ্দুস আকবরির সভাপতিত্বে অনুষ্ঠিত মূল্যায়ন সভায় গভর্নর জনসেবামূলক কাজের জন্য সন্তোষ প্রকাশ করেন। সমাজ ও জাতির কল্যাণে সাগরিকার কর্মসূচির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। তিনি মানব কল্যাণে সুনির্দিষ্ট কিছু পরামর্শ প্রদান করেন। দেশের সুবিধা বঞ্চিত অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণের পাশাপাশি সাগরিকা কর্তৃক সারা বিশ্বের দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণ তহবিল “রোটারি ফাউন্ডেশনে” সম্মানজনক অনুদান প্রদানকে ভূয়শি প্রশংসা করেন । এ বছরই প্রতিশ্রুত অনুদান প্রদানের অঙ্গীকার পূরণ হবে বলে আশা ব্যক্ত করেন।
মূল্যায়ন সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কর্ণফুলি জোন প্রধান রেজোয়ান সাহিদী, অ্যাসিস্ট্যান্ট গভর্নর প্রফেসর ডা. আবুল কাশেম, রোটারি সাগরিকার বিভিন্ন সেবা কর্মের দায়িত্বপ্রাপ্ত পিপি মো. রেজাউল করিম চৌধুরী, পিপি মো. মনিরুজ্জামান, পিপি খন রঞ্জন রায়, পিপি ফজলুর রহমান চৌধুরী, পারভেজ নুর মোহাম্মদ চৌধুরী, আজিজুল হক, আমিন সোহেল, সেক্রেটারি আজিজ বাবুল, শরীফ তসলিম রেজা আলম, মো. শফিউল্লাহ, মো. ওমর ফারুক, অধ্যাপক মো. মাঈন উদ্দিন প্রমুখ।
সভায় তিনজন এতিম মাদ্রাসা ছাত্রকে পুরো শিক্ষা জীবনের সমূদয় খরচের চেক ও সৈয়দপুরে কমিউনিটি কোরের স্বাস্থ্য ক্লিনিকের জন্য ডা. বিপ্লব ভট্টাচার্য কর্তৃক নেবুলাইজার, ডায়াবেটিক পরীক্ষা মেশিন ও কিছু চিকিৎসা সরঞ্জাম গভর্নর মাধ্যমে প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়। উল্লেখ্য রোটারি সাগরিকা কর্তৃক সৈয়দপুর কমিউনিটি কোরের চারতলা ভবনের ২য় তলা পর্যন্ত নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।