টিকেট কালেক্টর পদের নিয়োগ পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। ২০ জুলাইয়ের স্থগিতকৃত টিকেট কালেক্টর গ্রেড-২ পদের পরীক্ষা পূর্ব নির্ধারিত কেন্দ্রে একই রোল নাম্বারে আগামী ৩১ আগস্ট সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে মিলে মোট ৬৫ হাজার পরীক্ষার্থীর মধ্যে চট্টগ্রামে (পূর্বাঞ্চলে) ১৩ কেন্দ্রে ১৮ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী পরীক্ষা দিবে বলে জানান রেলওয়ে পূর্বাঞ্চলের সিনিয়র ওয়েলফেয়ার অফিসার মো. আবুল খালেদ চৌধুরী। তিনি জানান, আগে পরীক্ষা ছিল বিকেলে। এখন সকাল বেলা আগের পরীক্ষা কেন্দ্রে–আগের নাম্বারেই অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কারণে গত ২০ জুলাই পরীক্ষা শুরুর আধ ঘন্টা আগে চট্টগ্রামসহ পশ্চিমাঞ্চল রাজশাহীতে সবগুলো কেন্দ্রের সামনে পরীক্ষা স্থগিতের নোটিশ লাগিয়ে চলে যায় কর্তৃপক্ষের লোকজন। পূর্ব ঘোষণা ছাড়া পরীক্ষা শুরুর আধঘণ্টা আগে স্থগিতের নোটিশ লাগিয়ে চলে যাওয়ায় পরীক্ষার্থীরা বিক্ষোভ প্রকাশ করেন এবং সড়ক অবরোধ করেছিলেন।
আগামী ৩১ আগস্ট চট্টগ্রামে যে ১৩ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই কেন্দ্র গুলো হলো–পাঠানটুলী খান সাহেব সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়, পলোগ্রাউন্ডস্থ রেলওয়ে পাবলিক উচ্চবিদ্যালয়, পলোগ্রাউণ্ড বহুমুখী উচ্চবিদ্যালয়, টাইগারপাস বহুমুখী উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চবিদ্যালয়, পাঞ্জাবী লেইন গার্লস উচ্চবিদ্যালয়, ঝাউতলা ওয়্যারলেস কলোনী উচ্চবিদ্যালয়, পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ, ওমরগনি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ, কাজেম আলী হাই স্কুল, ডা. খাস্তগীর সরকারি উচ্চবিদ্যালয়, এনায়েত বাজার মহিলা কলেজ ও সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্র।
এ ব্যাপারে রেলওয়ে পশ্চিমাঞ্চলের চিফ পার্সোনেল অফিসার মো. শহিদুল ইসলাম জানান, প্রার্থীদের নতুনভাবে প্রবেশপত্র ইস্যু করা হলেও পুরাতন প্রবেশপত্রেও পরীক্ষা দেয়া যাবে।