সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজে ‘সবুজে বাঁচি, সবুজ বাঁচায়, নগর প্রাণ শহর সাজাই’ স্লোগানকে সামনে রেখে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠানের খালি জায়গায়, সড়ক, মহাসড়ক ও রেললাইনের দু’পাশে, চরভূমি, বাড়ির চারপাশসহ পতিত জমিতে বৃক্ষরোপণের মাধ্যমে এ দেশকে আরও সমৃদ্ধশালী করে গড়ে তুলতে হবে। জীবন-জীবিকার জন্য বৃক্ষের গুরুত্ব অপরিসীম। পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ, ভূমির ক্ষয়রোধ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায়ও বৃক্ষের অত্যন্ত গুরুত্ব রয়েছে। এছাড়া, বৃক্ষের সবুজ বেষ্টনী ঝড় ও জলোচ্ছ্বাসের তীব্রতা কমিয়ে জীবন ও সম্পদ রক্ষা করে। বাড়ছে মানুষ, বাড়ছে কার্বন-ডাই-অক্সাইড, ধ্বংস করা হচ্ছে বন, কাটা হচ্ছে গাছ, অনিশ্চিত হয়ে পড়ছে নতুন প্রজন্মের ভবিষ্যৎ। পরিবেশ বাঁচাতে হলে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু বৃক্ষরোপণ করলে হবে না, বৃক্ষকে লালন করা দেশের সকল নাগরিকের দায়িত্ব।
এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ নুরুল আলম, প্রভাষক মো. সাইফুল ইসলাম মানিক, সহকারী শিক্ষক নুরুল মোস্তাফা জুয়েলসহ শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।
