২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ || ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

ব্যাংকের মতো একটি স্পর্শকাতর আর্থিকপ্রতিষ্ঠানে অত্যন্ত সততা,নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্বপালন করে যে নিবেদিতপ্রাণ ব্যাংক কর্মকর্তা তাঁর কর্মক্ষেত্রে যথেষ্ট সুনাম কুড়িয়েছেন, নিজযোগ্যতা ও প্রতিভাবলে যিনি ইতোমধ্যে উপ-মহাব্যবস্থাপক পদে উন্নতিলাভ করেছেন- তিনি হলেন, চট্টগ্রামের অগ্রণী ব্যাংক লিমিটেড, নিউমার্কেট কর্পোরেট শাখার সহকারি মহাব্যবস্থাপক ও শাখাপ্রধান মোহাম্মদ ইউছুফ।

মোহাম্মদ ইউছুফ ১৯৬০ সালের ১৫জুন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাধীন কুমিরা ইউনিয়নের উত্তর-মসজিদ্দা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।তাঁর বাবার নাম নুরুছ ছাফা, মা মাহমুদা খাতুন। ১৯৭৬ সালে ইউছুফ এলাকার স্বনামধন্য বিদ্যাপীঠ মসজিদ্দা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি, ১৯৭৯ সালে সীতাকুণ্ড ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৮৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজতত্ত্বে অনার্স ও ১৯৮৬ সালে একই বিষয়ে মাস্টার-ডিগ্রি অর্জন করেন।

শিক্ষাজীবন শেষ করে ইউছুফ ১৯৮৮ সালে অগ্রণী ব্যাংকে শিক্ষানবিস অফিসার হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন।একনিষ্ঠভাবে তিনি পেশাগত দায়িত্ব পালনে নিজেকে সম্পৃক্ত করেন।পরবর্তীতে অত্যন্ত আন্তরিকতা ও দক্ষতার সাথে তিনি অগ্রণী ব্যাংকের বিভিন্ন শাখায় নানান বিভাগে দায়িত্ব পালন করেন।২০০৩-২০১৫ সাল পর্যন্ত প্রায় ১৩বছর এ ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় ব্যবস্থাপক হিসেবে তিনি সততা, নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্বপালন করে কর্তৃপক্ষের নজর কাড়েন।ইতোমধ্যে (১১জুন,২০১৪) তিনি সহকারি মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি লাভ করেন।বিগত ২৫ ফেব্রুয়ারি ২০১৫ থেকে ৫জানুয়ারি ২০১৭ পর্যন্ত তিনি অগ্রণী ব্যাংকের চট্টগ্রাম কেন্দ্রীয় অঞ্চলে আঞ্চলিকপ্রধান হিসেবে নিজ যোগ্যতা ও অভিজ্ঞতার স্বাক্ষর রাখেন। এরপর তিনি চট্টগ্রাম সার্কেলে এজিএম হিসেবে প্রশাসন ও কর্পোরেট শাখাগুলো দেখভাল করেছেন।

অতঃপর মোহাম্মদ ইউছুফ চট্টগ্রাম নিউমার্কেট কর্পোরেট শাখায় এজিএম ও শাখাপ্রধান হিসেবে যোগদান করেন।নিরলস পরিশ্রমের মাধ্যমে তিনি এ ব্যাংক শাথাটির যথেষ্ট উন্নতি সাধন করেন। অবশেষে তিনি ২০১৮ সালের ৩১ডিসেম্বর উপ-মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি লাভ করেন।দীর্ঘ চাকরিজীবনে তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি, কর্মশালা ও সেমিনারে অংশ নিয়ে প্রচুর পেশাগত অভিজ্ঞতা অর্জন করেন।

মোহাম্মদ ইউছুফ অত্যন্ত সহজ-সরল ও সাদামনের একজন মিষ্টভাষী মানুষ।সহকর্মী ও বন্ধুমহলে তিনি সজ্জন, সদালাপী, পরোপকারী সর্বোপরি একজন ভালোমানুষ হিসেবে সুপরিচিত।অগ্রণী ব্যাংক দিয়েই তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু এবং এ ব্যাংকেই চাকরিজীবনের ইতি টানতে চান তিনি।সফল,সুন্দর, অহিংস ও সুস্থ জীবনযাপনের জন্যে তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

ডিজিএম ইউছুফ ব্যক্তিগতজীবনে একপুত্র ও এক কন্যাসন্তানের জনক।স্ত্রী হাসিনা আক্তার একজন সুগৃহিনী। তাদের ছেলে আহসানুল ইউছুফ (ইমন) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে ২০১৮ সালে আর্কিটেকচারে স্নাতক পরীক্ষা কৃতিত্বের সাথে সম্পন্ন করেন। মেয়ে তানজিনা ইউছুফ(ইভা)চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এ অষ্টম সেমিস্টারে পড়াশোনা করছেন।