আজমল হোসেন, মিরসরাই*বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মীরসরাই কমান্ডের উদ্যোগে শনিবার (০৮ ডিসেম্বর) হানাদারমুক্ত দিবস পালিত হয়। এ উপলক্ষে মীরসরাই সদরে বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের গণপূর্ত ও গৃহায়ন মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি র্যালি বের হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, আমরা মীরসরাইয়ের সন্তানরা জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে লড়েছি। শুভপুর কাঠের ব্রীজ আমরা ধ্বংস করে হানাদার বাহিনীর শক্তি আমরা ধুলিস্যাৎ করে দিয়েছি। মীরসরাইসহ সমগ্র বাংলাদেশের মুক্তিযুদ্ধাদের এ ত্যাগ আওয়ামী লীগ সরকার ভুলেনি। মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাচ্চে এ সরকার। আওয়ামী লীগের সামগ্রিক উন্নয়নের চিত্র তুলে ধরে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে ভোট চান তিনি।
প্রধান অতিথির ভাষনে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন রেসকোর্সে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষনের তাৎপর্য তুলে ধরে বলেন, বঙ্গবন্ধুর ঐ যুগান্তকারী ভাষনই ছিলো বাঙালী জাতির অনুপ্রেরণা। বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের স্থপতি।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গির কবির, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াছমিন শাহীন কাকলী, ইঞ্জিনিয়ার মাহবুব রহমান রুহেল ও ইউনিয়ন কামান্ডারগণ সহ প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধারা, মুক্তিযোদ্ধা পরিবার ও আওয়ামী লীগের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। স্বাধীনতার কবিতা আবৃতির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।