মীরসরাইয়ে মদ কিনে আনার সময় মদসহ স্থানীয় ছাত্রদের হাতে আটক হয় সিএনজি চালক দিদার (৩৫)। মদসহ তাকে মায়ানী ইউনিয়ন পরিষদে সোপর্দ করে স্থানীয় ছাত্ররা। এ ঘটনায় মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার কবির আহমদ নিজামী বাদী হয়ে মীরসরাই থানায় একটি মামলা দায়ের করে আসামীকে পুলিশে সোপর্দ করেন।
মদ বিক্রির সাথে জড়িতদের নাম জানতে চাইলে আটক সিএনজি চালক দিদার মায়ানী চুনি মাঝি বাড়ির এনায়েত উল্লাহ প্রকাশ বাংলা মাস্টার, সুজা, ইউসুফ, গনি, সালমানের নাম নাম উল্লেখ করেন।দিদার সৈদালি গ্রামের মৃত নুর হোসেনের সন্তান।
ছাত্রদের অভিযান সম্পর্কে জানতে চাইলে তারা জানায়, আমরা দীর্ঘদিন যাবত এ লোককে লক্ষ করছি। তিনি আবুতোরাব বড়তাকিয়া রুটে সিএনজি চালান মাতাল অবস্থায়। আজ মদ কিনে আনার সময় হাতেনাতে ধরা পড়ে আমাদের হাতে। আমরা প্রসাশনের সহয়তায় মাদকমুক্ত সমাজ দেখতে চাই ও আসামীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।