সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বাড়বকুণ্ড ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রহমত উল্লাহর ২৬তমশাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শনিবার (১২জানুয়ারি) মরহুমের নিজ এলাকা মিয়াজীপাড়া গ্রামে অনুষ্ঠিত হয়। বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় প্রধানঅতিথি ছিলেন সীতাকুণ্ড থেকে নির্বাচিত সংসদ সদস্য দিদারুল আলম।
বাড়বকুণ্ড ইউনিয়নের চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলাউদ্দীন সাবেরী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইসহাক, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এডভোকেট ভবতোষ নাথ, আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মন্জু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আ ম ম দিলসাদ । এ ছাড়া বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা জয়নাল আবদীন সুজা, মো. নিজাম উদ্দীন, আইয়ুব আলী, হাবিবুর রহমান টুটুল, মো. ওসমান ও মরহুমের পরিবারের পক্ষ থেকে নাসির উদ্দীন।