২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ || ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

বাড়বকুণ্ড স্কুল এন্ড কলেজের চারতলাবশিষ্ট নতুন নির্মাণাধীন একাডেমিক-ভবনের ভিত্তিপ্রস্তর শনিবার (৩নভেম্বর)দুপুরে আনুষ্ঠানিকভাবে স্থাপন করা হলো। এ উপলক্ষে  অনুষ্ঠানে প্রধানঅতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এ কে এম জাফর উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন, প্যাসিফিক জিন্স গ্রুপের পরিচালক সিআইপি সৈয়দ মোহাম্মদ তানভির, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ ম ম দিলসাদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজী, বিদ্যালয় প্রধানশিক্ষক মো. রবিউল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, দেশের স্বনামধন্য প্যাসিফিক জিন্স গ্রুপের উদ্যোগে সমাজউন্নয়নের লক্ষ্যে স্থাপিত প্যাসিফিক জিন্স ফাউন্ডেশনের অর্থায়নে এ নতুন কলেজ একাডেমিকভবন নির্মিত হচ্ছে। ধমীয়, সামজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উন্নয়নে এ সংস্থা উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।বিশেষকরে সীতাকুণ্ডের শিক্ষাক্ষেত্রে এ সামাজিক সংগঠন যুগান্তকারী অবদান রেখে আসছে।