দেশের দ্বিতীয় বৃহত্তম ও প্রধান সমুদ্রবন্দরের নগরী চট্টগ্রামকে আক্ষরিক অর্থে বাণিজ্যিক রাজধানী বলা হলেও এবার বাস্তবায়ন করতে নানা কর্মসূচি হাতে নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিএমসিসিআই)।
মঙ্গলবার (২৪ জুলাই) বেলা একটায় আন্দরকিল্লার চট্টগ্রাম সিটি করপোরেশন ভবনে মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে এ ব্যাপারে সৌজন্য সাক্ষাৎ করেন সিএমসিসিআই’র সভাপতির খলিলুর রহমান, সিএমসিসিআই সহ-সভাপতি এএম মাহবুব চৌধুরী ও দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক।
এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী এবং ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন।
এএম মাহবুব চৌধুরী বলেন, বাণিজ্যিক রাজধানী বাস্তবায়নের জন্য সিএমসিসিআই কিছু কর্মসূচি হাতে নিয়েছে। এসব বিষয় মেয়রকে অবহিত করেছি আমরা। এর সঙ্গে আর কী কী পদক্ষেপ নেয়া যায় সে ব্যাপারেও আলাপ করেছি।