আয়েশা আহমেদ এবারও আন্তর্জাতিক বিজ্ঞান প্রতিযোগিতায় সাফল্য পেয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক ২০১৮ জুনিয়র ব্রেকথ্রু বিজ্ঞান প্রতিযোগিতায় সেমিফাইনালে ওঠেছেন বাংলাদেশি আয়েশা। বিশ্বের ১৭০টি দেশের ১১ হাজারেরও বেশি প্রতিযোগী এতে অংশ নিয়েছেন।
প্রতিযোগিতায় এখন তিনি পপুলার ভোটিং রাউন্ডে আছেন। অনলাইন ভোটের আওতায় আয়েশাকে ভোট দিতে ভিডিও লিঙ্কে গিয়ে লাইক, লাভ, ওয়াও ক্লিক করতে পারেন আপনিও। ভোট চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।
গত বছর একই প্রতিযোগিতায় আয়েশা সেমিফাইনালে উঠেছিলেন। ভোটিংয়ে হেরে যাওয়ায় ফাইনালে ওঠতে পারেননি তিনি। আপনার লাইক, লাভ, ওয়াও এবার আয়েশাকে ফাইনালে তুলতে পারে- যা বাংলাদেশের জন্যও সুনাম বয়ে আনবে।
আয়েশা আহমেদ বর্তমানে অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিষয়ে পড়াশোনা করছেন। তার বাবা মুনীর আহমেদ আবুধাবিতে উচ্চপদস্থ ব্যাংক কর্মকর্তা ও কনসালট্যান্ট হিসেবে কর্মরত। বাবার চাকরির সুবাদে তিনি আবুধাবির সৈফাত স্কুলে গ্রেড ১২ পর্যন্ত পড়াশোনা করেছেন। আয়েশার গ্রামের বাড়ি বরিশাল।