২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ || ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

দেশের তৈরি পোশাকশিল্প এলাকায় আগামী ১৮ আগস্ট শনিবার (সাপ্তাহিক ছুটির দিন) ব্যাংক খোলা থাকবে। মঙ্গলবার (১৪আগস্ট)বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, পোশাকশ্রমিক ও কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে এ দিন তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো খোলা রাখতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন ঈদুল আজহার আগে পোশাকশ্রমিক ও কর্মচারীদের বেতন, বোনাস ও ভাতা পরিশোধের জন্য ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাকশিল্প এলাকার তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা ১৮ আগস্ট শনিবার খোলা রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

এ সময় ব্যাংক পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা রাখতে বলা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় উল্লিখিত ছুটির দিনে অফিসের কাজে যোগদানকারী কর্মকর্তা ও কর্মচারীদের যুক্তিসঙ্গত ভাতা পরিশোধেরও পরামর্শ দেওয়া হয়েছে।