চট্টগ্রামের পাহাড়তলী বাজারে মহিউদ্দিন সোহেল (৩৫) নামে স্থানীয় চাঁদাবাজ সন্ত্রাসী গণপিটুনিতে মারা গেছে।
সোমবার (৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে পাহাড়তলী রেলওয়ে বাজারে এ ঘটনা ঘটে।
সোহেল দক্ষিণ খুলশী এলাকার আবদুল বারিকের ছেলে। এসময় সোহেলের সহযোগী রাসেলও মারধরের শিকার হয় জনতার হাতে।
স্থানীয় সূত্র জানায়, মহিউদ্দিন সোহেলের চাঁদাবাজিতে দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা অতিষ্ঠ ছিলেন। চাঁদা না দিলে, মালামাল লুট ও ক্রেতাদের কাছ থেকে টাকাও কেড়ে নিতো সোহেল নামে ওই সন্ত্রাসী। সে মূলত বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় এলাকায় ত্রাস সৃষ্টি করতো। আজকেও চাঁদা দাবি করতে এসে এক ব্যবসায়ীকে মারধর করে। এতে ক্ষিপ্ত হয়ে সোহেলসহ সহযোগীদের গণপিটুনি দেয় সংঘবদ্ধ ব্যবসায়ীরা।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মহিউদ্দিন বলেন, ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করায় গণপিটুনিতে তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।