১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ || ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

পাকিস্তানকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে অনুর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ । নেপালের রাজধানী কাঠমান্ডুর নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ) কমপ্লেক্সে শনিবার(৩নভেম্বর) নির্ধারিত সময়ের  ৯০ মিনিটের খেলা ১-১ গোলে ড্র থাকার পরে টাইব্রেকারে গড়ায় ম্যাচ।

সেখানে বাংলাদেশ দলের গোলরক্ষক দুটি পেনাল্টি ঠেকিয়ে দেন। এতেই জয় নিশ্চিত হয়ে যায় লাল সবুজ জার্সিধারীদের।

শক্তিশালী ভারতকে টাইব্রেকারেই ৪-২ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। সে ম্যাচেও নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা ছিল।

অন্য দিকে স্বাগতিক নেপালকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালের টিকিট পেয়েছিল পাকিস্তান। কিন্তু ফাইনাল ম্যাচে আর বাংলাদেশের যুবাদের বিপক্ষে পেরে ওঠেনি পাকিস্তানের যুবারা।