১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ || ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

 

ঈদুল আজহা উপলক্ষে টানা পাঁচদিনের সরকারি ছুটিতে পর্যটকদের কোলাহলে মুখরিত হয়ে ওঠেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। জমে ওঠেছে কক্সবাজারের পর্যটন ব্যবসা।

বুধবার(২২আগস্ট) প্রিয়জনের সঙ্গে আনন্দকে আরও দ্বিগুণ করতে ঈদের প্রথম দিনেই প্রায় ২০ হাজার পর্যটকের পদভারে মুখরিত হয়ে ওঠেছে এ সমুদ্র নগর।

আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত পর্যটকের সংখ্যা ছাড়িয়ে যাবে ২ লাখ। চলতি মাসের শেষ দিন পর্যন্ত পর্যটকের কোলাহলে মুখরিত থাকবে সমুদ্র সৈকত।

পর্যটকদের এমন আগমনকে কেন্দ্র করে কক্সবাজারে ৪০০ কোটি টাকা ব্যবসা হবে এমনটাই আশা করছেন হোটেল, মোটেল, রেস্তোরাঁ, ঝিনুক ব্যবসায়ীসহ সংশ্লিষ্টরা।

এদিকে, দীর্ঘদিন পর সমুদ সৈকত এলাকা, দর্শনীয় পর্যটন স্পট, বার্মিজ মার্কেটসহ পর্যটকদের কাছে আকর্ষণীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো প্রাণ ফিরে পেয়েছে। ফিরে পেয়েছে ক্ষণিকের জন্য হারিয়ে যাওয়া নিজস্ব জৌলুস। শুধু সমুদ্র সৈকত নয়, পর্যটকদের কোলাহল গিয়ে পৌঁছেছে হিমছড়ি, ইনানি, দরিয়ানগর, সোনাদিয়া, আদিনাথ মন্দির, বৌদ্ধমন্দির, টেকনাফ, সেন্টমার্টিন, বঙ্গবন্ধু সাফারি পার্কসহ জেলার বিভিন্ন আকর্ষণীয় ও দর্শনীয় পর্যটন স্পটগুলোতে।