২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ || ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

ঢাকায় মোহাম্মদপুরের আদাবরে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং মনোনয়ন প্রত্যাশী ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খানের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষের মাঝে পিকআপ চাপায় আরিফ (১৭) ও সুজন (১৬) নামে দুই কিশোর নিহত হয়েছেন।

শনিবার (১০নভেম্বর)বেলা ১১টার দিকে নবোদয় হাউজিংয়ের ১০ নম্বর সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত আরিফের ভাই আলাউদ্দিন সাংবাদিকদের জানান, আরিফ রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করতো। সে যুবলীগের একটি অনুষ্ঠানে যাচ্ছিল। তাদের গাড়িতে হামলা হলে সে নেমে পালানোর সময় ওই গাড়িতেই পিষ্ট হয়ে নিহত হন।

পুলিশ জানিয়েছে, আহত অবস্থায় আরিফ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও সুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত মারা যান।