নজরুল একাডেমি চট্টগ্রাম শাখার ২০১৮–২০২১ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিন্টু রহমান স্বাক্ষরিত এক পত্রে সম্প্রতি এই কমিটি অনুমোদন দেয়া হয়। নতুন কমিটির সভাপতি নিযুক্ত হয়েছেন সাংবাদিক ও গীতিকবি একেএম জহুরুল ইসলাম, সিনিয়র সহ–সভাপতি নারী উদ্যোক্তা, সমাজকর্মী রুহি মোস্তফা, সিনিয়র সহ সভাপতি নারী উদ্যোক্তা, বাচিক শিল্পী, সংগঠক ও সমাজকর্মী অধ্যাপক সায়রা বানু রৌশনী ও ডা. সন্দীপন দাশ, সহ–সভাপতি অধ্যাপক মাধব দীপ, সাধারণ সম্পাদক খ্যাতিমান নজরুল সংগীত শিল্পী ফাহমিদা রহমান, সহ–সাধারণ সম্পাদক সাংবাদিক নাসির উদ্দীন হায়দার, কাজী বখতিয়ার উদ্দীন ও মোহাম্মদ সালাউদ্দীন কাদের, সাংগঠনিক সম্পাদক আজিজুল কদির, সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহবুবুল আলম, দিলরুবা মারিয়া ও খাদিজা খাতুন বিথী, কোষাধ্যক্ষ ডা. শর্মিলা বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক গোলাম সরওয়ার, আকতার হোসেন কিরন, সুফিয়া বেগম সুমি ও শুভ দাশ, সাংস্কৃতিক সম্পাদক ওয়াসিম আহমেদ, সহ সাংস্কৃতিক সম্পাদক আকলিমা আক্তার মুক্তা, প্রিয়াংকা ভট্টাচার্য ও লিটন দাশ। নির্বাহী সদস্যবৃন্দ হলেন দিদারুল ইসলাম, জনি বড়ুয়া, নীলুফার ইয়াসমিন চৌধুরী, এম এন মোস্তফা নুর, মানস দাশ, ফারহানা হক শাওন, তন্বী বড়ুয়া, নিশা চক্রবর্তী, ফরিদ বঙ্গবাসি, প্রান্ত দত্ত, সীমা হোড়, শিবানী চক্রবর্তী, মোহাম্মদ হাসান ইসমাইল, শিউলি দেবী রায়, আলী হোসেন শাওন, পূরবী চক্রবর্তী, মঈনুল ইসলাম চৌধুরী, গৌরি নন্দী, সংযুক্তা দাশ পম্পি, অসীম চৌধুরী, আসমা আরা পারভীন, হুমায়রা জেনী, মো. হোসেন ইব্রাহিম, মো. হেলাল উদ্দীন, জাহেদ হোসেন, মুন্না ফারুক, আলেয়া আরিফ, সুব্রত দাশ অনুজ, অর্পিতা দাশ, মুসলিম আলী জনি, অধীর চন্দ্র দাশ, আখিরুল আলম বাবুল, লুবনা জান্নাত, মুহাম্মদ পারভেজ, মার্গারেট বৈশালী চাকমা, রক্তিম দেব, ইরফানুল হক, ইশরাক জাহান চৌধুরী লিপু, মুন মুন চৌধুরী, রসময় মন্ডল, আনজুমান আরা, সীমা মোহন্ত, মোহাম্মদ জহিরুদ্দীন, দেবাশীষ রুদ্র, মোহাম্মদ সোহরাব, হাসান মিলন, সুস্মিতা মন্ডল, জেলী চৌধুরী, নুসরাত জাহান স্নিগ্ধা, শংকর দে, ইকবাল পিন্টু, বশিরুল ইসলাম প্রমুখ। ৭৫ সদস্য বিশিষ্ট কমিটি ছাড়াও নজরুল একাডেমির ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মণ্ডলীও গঠন করা হয়েছে।