বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস জুটির নতুন ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’-এর কাজ শেষের পথে। আর দুটি গানের শুটিং হলেই সেন্সর বোর্ডে জমা পড়বে ছবিটি। এরই মধ্যে শেষ হয়েছে দৃশ্যের শুটিং। আগামী ৮ তারিখ থেকে গানের শুটিং শুরু হওয়ার খবরটি জানিয়েছেন ছবির পরিচালক দেবাশীষ বিশ্বাস।
দেবাশীষ বলেন, ‘আমরা আগামী ৮ তারিখ থেকে ছবির গানের শুটিং শুরু করছি। ঢাকার আশপাশে টানা চার থেকে পাঁচদিন শুটিং করব। এর মধ্যে আমরা দুটি রোমান্টিক গানের শুটিং শেষ করব। এই কাজটি শেষ করা হলে আমার ছবিটি শেষ বলতে পারি।’
দেবাশীষ আরো বলেন, ‘আমরা সিক্যুয়েন্সের কাজ শেষ করে সেই অনুযায়ী এডিটিংও শেষ করেছি। এরই মধ্যে আমরা ছবির ডাবিংও শেষ করেছি। এই গানের কাজটি শেষ হলেই আমরা ছবির ক্যামেরা ক্লোজ করব।’
কবে মুক্তি পাবে ছবিটি এমন প্রশ্নের উত্তরে দেবাশীষ বলেন, ‘আমার কাজ আসলে ছবি নির্মাণ করা। বিষয়টি প্রযোজনা প্রতিষ্ঠান সিদ্ধান্ত নেবে। তবে আগামী মাসে ছবিটি আমরা সেন্সরে দেব। আশা করি চলতি বছরে ভালো কোনো একটি দিবসে ছবিটি মুক্তি পাবে।’
বাপ্পী ও অপুকে নিয়ে দেবাশীষ বলেন, ‘অপু বিশ্বাস এরই মধ্যে বহু ব্যবসা সফল চলচ্চিত্র উপহার দিয়েছেন। গুণী শিল্পী, সারা দেশের দর্শকদের কাছে প্রিয় একজন মানুষ। তিনি আমাদের ছবির গল্পটিকে আরো শক্তিশালী করেছেন। আর বাপ্পী এই প্রজন্মের নায়ক। অনেক ভালো কাজ করেছেন। আমি মনে করি, বাপ্পী-অপুর রসায়ন দর্শক পছন্দ করবেন।’
গত বছরের ১৩ মে মহরতের মধ্য দিয়ে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবির শুটিং শুরু হয়। ১৭ বছর আগে নির্মাতা দেবাশীষ বিশ্বাস ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমা তৈরি করেছিলেন।২০০১ সালের ওই ছবিতে অভিনয় করেছিলেন রিয়াজ ও শাবনূর।