সীতাকুণ্ডের ছোটদারোগারহাট তাহের-মনজুর কলেজের ছাত্রছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করেছে মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন। শনিবার (৪ আগস্ট) কলেজের একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে এসব বই বিতরণ করেন চট্টগ্রাম -৪ সীতাকুণ্ডের সংসদ-সদস্য ও মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক আলহাজ্ব দিদারুল আলম।
এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান-অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যত কর্ণধার। তাই তোমাদেরকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে কঠোর অনুশীলনের মাধ্যমে জীবন সুন্দরভাবে গড়ে তোলতে হবে। মাদক থেকে নিজেকে দুরে রেখে কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হবে। ভালভাবে পড়া-লেখা করে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।
ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ সরোয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার তারিকুল আলম, বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান, অধ্যাপক এমএ ছগির, অধ্যাপক মাহবুবুল হক, কৃষকলীগ নেতা নুর মোস্তফা, আবু বক্কর সিদ্দীক প্রমুখ।
পরে প্রধান-অতিথি ও অন্য অতিথিদ্বয় ছাত্র-ছাত্রীদের মাঝে বই তুলে দেন।