র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কক্সবাজারের টেকনাফে ২জন নিহত হয়েছেন। র্যাবের দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী।
সোমবার রাত (৮জানুয়ারি)আড়াইটার দিকে উপজেলার দমদমিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাগেরহাটের চিতলমারী উপজেলার বরবাড়িয়া গ্রামের মো. ইব্রাহীম শেখের ছেলে সাব্বির হোসেন (২৫) ও ঢাকার সাভার উপজেলার নগরকুন্ডা গ্রামের মো. আব্দুল মতিনের ছেলে হাফিজুর রহমান (৩৫)।
র্যাবের টেকনাফ অফিসের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি শাহ আলম বলেন, সোমবার গভীর রাতে টেকনাফের দমদমিয়া এলাকার চেকপোস্টে একটি মিনি কাভার্ডভ্যানকে থামানোর সংকেত দেয় র্যাব। কিন্তু তারা গাড়ি না থামিয়ে পালানোর চেষ্টা করে। র্যাব গাড়িটিকে ধরার চেষ্টা করলে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় তারা। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে গাড়িটি রেখে দু’ ব্যক্তি পালিয়ে যায়। পরে গাড়ি থেকে দু’জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাদেরকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শুটারগান, ১১ রাউন্ড গুলি ও ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, কাভার্ডভ্যানটিতে চারজন মাদক কারবারি ছিল। দু’জন পালিয়ে গেছে। নিহত দু’জন ওই গাড়ির চালক বা হেলপার কি-না তা নিশ্চিত হওয়া যায়নি।