আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে ভোটকেন্দ্রে এসে ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ভোটের মাধ্যমে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির জয় হবে। মানুষ উন্নয়নের ধারাবাহিকতার পক্ষে নিজেদের রায় দেবে।
রবিবার (৩০ডিসেম্বর) সকাল ঢাকা সিটি কলেজ ভোটকেন্দ্রে নিজের ভোট প্রদান করে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী তার বোন শেখ রেহানা ও তার মেয়ে সায়মা ওয়াজেদকে নিয়ে ভোট দিতে আসেন।
জাতীয় সংসদের ২৯৯টি আসনে আজ রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এ উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে দেশজুড়ে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।