২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ || ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

সাবেক সংসদসদস্য শাহজাহান চৌধুরীসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাত নেতাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ শুক্রবার (৩আগস্ট) নগরীর খুলশী থানাধীন ওয়্যারলেস মুরগির ফার্ম এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতার অপর ছয়জনের পরিচয় জানা যায়নি

পুলিশ জানিয়েছে, জামায়াত নেতারা নাশকতার পরিকল্পনা করতে সেখানে জড়ো হয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

জামায়াতের দলীয় সূত্র জানায়,  দুপুরে শাহজাহান চৌধুরী নগরীর ওয়ার্লেস মুরগী ফার্ম এলাকায় সাবেক ওয়ার্ড কাউন্সিলর জামায়াত নেতা মাহফুজুর রহমানের বাসায় দাওয়াত খেতে যান। খবর পেয়ে সাদা পোশাকের গোয়েন্দা পুলিশের একটি টিম বাড়িটি ঘেরাও করে শাহজাহান চৌধুরীসহ জনকে আটক করে

শাহজাহান চৌধুরীর নামে নগরী, সাতকানিয়া এবং লোহাগাড়া থানায় গাড়ি ভাঙচুর পোড়ানোসহ বিভিন্ন অভিযোগে ৪৬টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে নগরীতে অবস্থান করে প্রকাশ্যে চলাফেরা করলেও পুলিশ এতদিন তাকে পলাতক হিসেবেই দেখিয়ে আসছে

এদিকে, শাহজাহান চৌধুরীসহ জামায়াত নেতাদের গ্রেফতারের প্রতিবাদ মুক্তির দাবিতে শুক্রবার মহানগর জামায়াত নগরীর রাহাত্তারপুল এলাকায় মিছিল করেছে