জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘ছায়াছবি উৎসব ২০১৮’। নানা আয়োজনে বুধবার (৩১ অক্টোবর) পর্দা নামলো উৎসবের।
সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে উপাচার্য প্রফেসর এ এইচ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রবন্ধ উপস্থাপন করেন কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক অর্পনা আউয়াল।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, চিত্রনায়ক ফারুক, চলচ্চিত্র পরিচালক দীপংকর দীপন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের বিভাগীয় প্রধান জুনাইদ আহমেদ হালিম এবং কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান তুহিন অবন্ত।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার(ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর, অভিনেতা ও শিক্ষক মনোজ কুমার প্রামাণিক। আলোচনা শেষে চলচ্চিত্র প্রদর্শনী হয়। এর মধ্য থেকে ৬টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।