১৩০ কোটি লোকের দেশ ভারত বছরের শুরুতে চীনকে হারিয়ে শিশু জন্মদানের রেকর্ড করেছে। ইউনিসেফের তথ্য অনুযায়ী ভারতে বছরের প্রথম দিনে ৬৯ হাজার ৯৪৪ নবজাতক জন্ম নিয়েছে। এদিকে এ দিন চীনে জন্ম নিয়েছে ৪৪ হাজার ৯৪০ শিশু।
মঙ্গলবার ইউনিসেফের এমন এক প্রতিবেদন প্রকাশ করেছে। সে হিসাব মতে, তৃতীয় অবস্থানে রয়েছে নাইজেরিয়া। সেদেশে বছরের প্রথম দিনে শিশু জন্মের সংখ্যা ২৫ হাজার ৬৮৫।
সংবাদ সংস্থা পিটিআইর দাবি, ইউনিসেফের ওই রিপোর্টে আরও বলা হয়েছে, বিশ্বে ২০১৯ এর প্রথম দিনে জনসংখ্যা বেড়েছে ৩ লাখ ৯৫ হাজার ৭২ জন। প্রায় চার লাখ নবজাতকের মধ্যে সবার ওপরে ভারতের প্রায় ৭০ হাজার নবজাতক বেশি।