২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ || ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

গত ২৩ নভেম্বর ২০১৮ বিকেলে সাপ্তাহিক চাটগাঁর বাণী’র ১৭তম প্রতিষ্ঠবার্ষিকীকে ঘিরে চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে আয়োজিত মরণোত্তর পদকপ্রদান ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠানে সংগীতে বিশেষ অবদানের জন্যে সীতাকুণ্ডের কৃতিসন্তান কিশোর দাশকে চাটগাঁর বাণী সম্মাননা স্মারকে ভূষিত করা হয়।

চট্টগ্রামের পূণ্যভুমি সীতাকুণ্ডের আলো বাতাসে বেড়ে উঠা সঙ্গীত শিল্পী কিশোর দাশ আজ নিজের দ্যুতি ছড়াচ্ছেন দেশ-বিদেশে। সুরের মায়াজালে বিমোহিত করছেন শ্রোতাদের। হিন্দুসম্প্রদায়ের অন্যতম তীর্থস্থান শিল্পাঞ্চল সীতাকুণ্ডের আরেক কৃতিসন্তান জননন্দিত তারকা সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের সুযোগ্য শিষ্য কিশোর এখন গায়কের পাশাপাশি একাধারে সুরকার ও গীতিকার।

এনটিভি’র বিখ্যাত রিয়েলিটি শো ‘ক্লোজ আপ ওয়ান- তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ এর মাধ্যমে ২০০৬ সালে মিউজিক ইন্ড্রাস্টিতে আবির্ভাব ঘটে তার। এতে পুরস্কার প্রাপ্ত ‘টপ টেন’ প্রতিযোগীর মধ্যে তিনি ৫ম স্থান অধিকার করেছিলেন। কিন্তু তার সংস্কৃতিমনা পরিবার ও সাংস্কৃতিক তীর্থভুমি সীতাকুণ্ডে জন্মগ্রহণ করার কারণে খুব ছোটকালেই তার সঙ্গীতের সাথে পরিচয় ঘটে।

সীতাকুণ্ডের মহাদেবপুর গ্রামেই জন্ম কিশোরের। তার বাবা কেশব দাশ এবং মাতা দেবী  দাশ।  বাবা-ই তার গানের প্রথম শিক্ষক- যিনি একসময় সীতাকুণ্ডের সংগীত জগতের জনপ্রিয় শিল্পী ছিলেন। এরপর কিশোর উস্তাদ মিহির লালা এবং প্রকাশ চন্দ্র শীলের কাছে তালিম নেন। কিশোরের শিক্ষাজীবনও কাটে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা-সদরে। সীতাকুণ্ডের কথাকলি কিন্ডারগার্টেনেই তার একাডেমিক লেখাপড়া শুরু হয়। অতঃপর সীতাকুণ্ড সরকারি মডেল হাইস্কুল ও চট্টগ্রাম শহরে ইন্ডিপেন্ডেন্টে ইউনিভার্সিটিতেই কাটে তার শিক্ষাজীবন।

তার অডিও অ্যালবাম:নিখোঁজ সংবাদ- ২০০৭ (গানচিল), ফিরে আসো না- ২০০৯ (লেজার ভিশন), অগুছালো ভালোবাসা- ২০১১ (জি সিরিজ), তুই ছাড়া- ২০১৩ (সিডি চয়েস), স্বপ্ন স্বপ্ন লাগে- ২০১৫ (ঈগল মিউজিক)।

ফিচারড অ্যালবাম: কিশোর ফিচারড ডুয়েট লাভ সংগস- শিল্পী পুজা, নীশিতা, কোনাল, নাওমি, লুইপা, রন্টি, সংগীতা; কিশোর ফিচারড তোলপাড়- শিল্পী কুমার বিশ্বজিত, তাহসান, ন্যান্সি, বাপ্পা মজুমদার, বেলাল খান, এসআই টুটুল; কিশোর-কনা (যদি তোমাকে না পাই)।

অডিও অ্যালবামের কিছু পরিচিত গান: যাচ্ছ দূরে যাও তুমি, আহা, বনলতা সেন সহ আরো অনেক।

প্লেব্যাক ক্যারিয়ার: ইতিমধ্যে বিভিন্ন সিনেমায় ২৫০টিরও বেশি গান গেয়েছেন কিশোর। বাংলাদেশের বিখ্যাত সব শিল্পীদের সাথে কাজ করেছেন কিশোর। তাদের মধ্যে রয়েছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, শেখ শাদী খান, ফুয়াদ নাসের বাবু, ইমন সাহা, আলী একরাম শুভ, শওকত আলী ইমন, ফুয়াদ আল মোকতাদীর, শফিক তুহিন, আহমেদ হুমায়ুন সহ অনেকেই।

সুরকার কিশোর: অডিও এবং সিনেমা উভয় ক্ষেত্রে সুরকার কিশোর তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তার সুরকৃত ১ম গান ‘যাচ্ছ দূরে’ বেশ জনপ্রিযতা পায়। একে একে কিশোর নিজের অ্যালবামের জন্য ৩টি এবং অন্যদের জন্যও অনেক গান সুর করেন। কুমার বিশ্বজিতের ‘প্রিয় অনুভব’ নামে অ্যালবামটি কিশোরের আয়োজনেই। কিশোরের সুরে গান গেয়েছেন সুবীর নন্দী, রূপঙ্কর বাগচী (ভারত), অন্বেশা (ভারত), রাজবর্মন (ভারত), আসিফ আকবরসহ অনেকে।

সুরকার হিসেবে সিনেমায় নাম লিখার পায়রা মুভির জন্যে গান তৈরির মাধ্যমে। এরপর অনন্ত জলিল পরিচালিত বিখ্যাত ‘নিস্বার্থ ভালোবাসা’ মুভির জন্য গান সুর করেন কিশোর। এ সিনেমায় তার সুর করা ‘এই হৃদয় করে তোর সাধনা’ গানটি শ্রোতাদের মাঝে ব্যাপক সমাদৃত হয়।

সিনেমার উল্লেখযোগ্য গান: আকাশ বাতাস সাক্ষী রেখে- সহ শিল্পী ডলি সায়ন্তনী, উড়ে উড়ে পাখি- সহ শিল্পী রুনা লায়লা, এই হৃদয় করে তোর সাধনা- সহ শিল্পী কণা, কি এমন কথা, সোনালী কাবিন, কত রঙের হাতছানি- সহ শিল্পী কণা।

শো অ্যান্ড ট্যুরস: বিগত প্রায় ১২ বছর ধরে কিশোর বাংলাদেশের আনাচে কানাচে স্টেজ শো করে আসছেন। এছাড়াও তিনি আমেরিকা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, মালেশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে একাধিক স্টেজ শো করেছেন। কিশোর এখন কম্পোজস্ট্যান্ড স্টুডিও, মগবাজারে গান ও সুর বাঁধার কাজে জড়িত।