২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ || ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

সাপ্তাহিক চাটগাঁর বাণী’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে ওয়েবসাইট উদ্বোধন, মরণোত্তর পদকপ্রদান ও গুনিজন সংবর্ধনা অনুষ্ঠান আজ(২৩নভেম্বর)বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

যেসব আলোকিত ব্যক্তিত্ব নানাভাবে অবদান রেখেছেন চট্টগ্রাম অঞ্চলের এমন চার সুধিজনকে মরণোত্তর পদকপ্রদানের জন্যে বাছাই করা হয়। এঁরা হলেন- জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট রাজনৈতিক সহচর, ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সৈয়দ ফজলুল হক বি.এসসি, সন্দ্বীপের সাবেক এমপি দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান, বিশিষ্ট সাংবাদিক চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আখতার উন নবী, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো. রেজাউল করিম।

অন্যদিকে নয়জন সমাজসেবক, শিক্ষানুরাগী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে তাদের কর্মের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদানের উদ্যোগ নেয়া হয়। সংবর্ধিত এসব গুণিব্যক্তিরা হলেন- চট্টগ্রাম পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি ও চট্টগ্রাম মহানগর খেলাঘরের সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম, দৈনিক পূর্বকোণ পত্রিকার সাবেক বার্তা সম্পাদক বীরমুক্তিযোদ্ধা, লেখক, গবেষক সাংবাদিক নাসিরুদ্দিন চৌধুরী, সমাজসেবক ও শিক্ষানুরাগী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু,বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, হংকং এর সাধারণ সম্পাদক সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ ইউছুফ আলী, চট্টগ্রাম আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের আঞ্চলিকপ্রধান আলহাজ্ব মোহাম্মদ আজম, জুয়েল এন্ড কোম্পানির স্বত্বাধিকারী শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব শফকত পাশা চৌধুরী, অপকা’র নির্বাহী পরিচালক লায়ন মোহাম্মদ আলমগীর ও উদীয়মান সঙ্গীতশিল্পী কিশোর দাশ।

অনুষ্ঠানে প্রধানঅতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দিন। চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. নুরুল আলম নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠেয় সংবর্ধনায় বিশেষঅতিথি থাকবেন চট্টগ্রাম বিভাগের  টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ মুসলিম, চট্টগ্রামের প্রেসব্লাবের সভাপতি কলিম সরওয়ার, মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান মাস্টার আবুল কাশেম, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ ম ম দিলসাদ ও ইপসা’র প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান।