চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে সীতাকুণ্ড উপজেলা ও মীরসরাই (আংশিক)এলাকায় ধর্মীয়, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের জন্য আর্থিক সহায়তাপ্রদান অনুষ্ঠান আজ (২৩ জুলাই)সকালে সীতাকুণ্ড উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আর্থিক সহায়তাপ্রদানের পূর্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুন । জেলা পরিষদের সদস্য আ ম ম দিলসাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান , উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ গোলাম মোস্তাফা, পৌর কাউন্সিলর শফিকুল আলম মুরাদ, চক্রবাক ক্লাবের সভাপতি সুফিউর রহমান (টিপু), ও সাংবাদিক সুমিত্র চক্রবর্তিসহ অন্যান্য অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। পরে অতিথিবৃন্দ বরাদ্দকৃত চেকগুলো বিভিন্ন প্রতিষ্ঠানপ্রধান ও প্রতিনিধির হাতে তুলে দেন।
