১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ || ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

জাতীয় শিক্ষা সপ্তাহে  গেলবারের জেলাপর্যায়ে শ্রেষ্ঠস্থান অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠান সীতাকুণ্ড থানা সরকারি প্রাথমিক বিদ্যালয় গত ৯জুলাই  দুপুরে  আকস্মিক পরিদর্শনে যান চট্টগ্রাম জেলাপ্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। এসময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার তারিকুল আলম, সহকারি কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান, সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জরিনা আখতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ. নুরুচ্ছোফা, সহকারী শিক্ষা অফিসারদ্বয় মো. আলাউদ্দীন ও হারুন আল রশীদ, সীতাকুণ্ড বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধানশিক্ষক দিদারুল আলম, বিদ্যালয়ের প্রধানশিক্ষক সুলতানা ইয়াসমিন ও উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দীপক কান্তি ভট্টাচার্য্য।

বিদ্যালয়ের সুন্দর পরিবেশ দেখে জেলাপ্রশাসক মুগ্ধ হন। তিনি শিক্ষার্থীদের শ্রেণিকার্যক্রম পর্যবেক্ষণ করে সন্তোষ  প্রকাশ করেন। শতভাগ মিড ডে মিল বাস্তবায়নের অগ্রগতি যাচাই  করেন। বিদ্যালয়টি গতবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ায় অভিনন্দন জানান। বিদ্যালয়ের রেজাল্টসহ যাবতীয় কর্মকাণ্ড ধরে রাখার পরামর্শ দেন। বিদ্যালয়ের আরো সার্বিক সাফল্য কামনা করে পরিদর্শন খাতায় সুন্দরভাবে তাঁর মন্তব্য লিখেন।