চট্টগ্রামের দেওয়ানহাট ফ্লাইওভারে বাসের ধাক্কায় অটোরিকশা উল্টে আনোয়ারুল আজিম (৫৫) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
বুধবার (১৭অক্টোবর)সকালে দেওয়ানহাট ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত আনোয়ারুল আজিম ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের খাতুনগঞ্জ শাখার অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডিন্ট (এভিপি) ছিলেন।
দুর্ঘটনায় আহতরা হলেন- ওই ব্যাংকের এফএভিপি শহীদুল ইসলাম (৪৫) এবং অটোরিকশা চালক জহির উদ্দিন (৪০)।
এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, সকালে রামপুরা আবাসিক এলাকার বাসা থেকে খাতুনগঞ্জে কর্মস্থলে যাচ্ছিলেন আনোয়ারুল আজিম ও শহীদুল ইসলাম। এ সময় অটোটি দেওয়ানহাট ফ্লাইওভারে ওঠলে একটি বাস তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে সামনে থাকা একটি ট্রাকের নিচে ঢুকে যায়।
উদ্ধারকারীরা অটোরিকশার তিন আরোহীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এরপর চিকিৎসক আনোয়ারুল আজিমকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা ঘটানো বাসটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।