২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ || ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

একাদশ জাতীয় নির্বাচনের জন্য দলীয় প্রার্থী তালিকা ঘোষণা শুরু করেছে আওয়ামী লীগ। অনানুষ্ঠানিকভাবে রবিবার  সকাল থেকে  বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন চিঠি তুলে দেয়া হয়েছে।

শরিক দলের জন্য ৩টি আসন (চট্টগ্রাম-৫, চট্টগ্রাম-২, চট্টগ্রাম-৮) ছেড়ে দেয়া হয়েছে। এরমধ্যে জাতীয় পার্টিকে চট্টগ্রাম-৫ হাটহাজারী, তরিকত ফেডারেশনকে চট্টগ্রাম-২ ফটিকছড়ি এবং জাসদকে চট্টগ্রাম-৮ চান্দগাঁও বোয়ালখালী আসন দেয়া হয়েছে। এদিকে জাতীয় পার্টির জিয়াউদ্দিন বাবলুর জন্য রাখা হয়েছে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনটি ।

চট্টগ্রামে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রী স্বাক্ষরিত চিঠি পেয়েছেন   চট্টগ্রাম মীরসরাই আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, গৃহায়ণ ও পূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম সন্দ্বীপ আসনে বর্তমান এমপি মাহফুজুর রহমান মিতা, চট্টগ্রাম সীতাকুণ্ড আসনে বর্তমান এমপি দিদারুল আলম, চট্টগ্রাম রাউজান আসনে বর্তমান এমপি এবিএম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম রাঙ্গুনিয়া আসনে বর্তমান এমপি ড. হাছান মাহমুদ, চট্টগ্রাম কোতোয়ালী আসনে একেবারেই নতুন চমক হিসেবে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। চট্টগ্রাম১০ ডবলমুরিং আসনে মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি ডা. আফছারুল আমিন, চট্টগ্রাম১১ বন্দরপতেঙ্গা আসনে বর্তমান এমপি এমএ লতিফ, চট্টগ্রাম১২ পটিয়া আসনে বর্তমান এমপি শামসুল হক চৌধুরী, চট্টগ্রাম১৩ আনোয়ারাকর্ণফুলী আসনে বর্তমান এমপি ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম১৪ চন্দনাইশ আসনে বর্তমান এমপি নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম১৫ সাতকানিয়ালোহাগাড়া আসনে বর্তমান এমপি ড. আবু রেজা মুহাম্মদ নদভী, চট্টগ্রাম১৬ বাঁশখালী আসনে বর্তমান এমপি মোস্তাফিজুর রহমান দলীয় মনোনয়ন পেয়েছেন।