চট্টগ্রাম নগরের ৯টি সরকারি স্কুলের ভর্তি আবেদন আজ রবিবার (২নভেম্বর) থেকে শুরু হচ্ছে।
১৩ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইন এবং এসএমএস-এর মাধ্যমে নির্ধারিত ফি জমা দিয়ে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। জেলা প্রশাসন সূত্র জানায়, এবছর নগরের ৯টি সরকারি স্কুলে ৫ম শ্রেণির ২ হাজার ৪০, ষষ্ঠ শ্রেণির ৬শ ৫৮, অষ্টম শ্রেণির ১৭০ এবং নবম শ্রেণির ১ হাজার ৪০ আসনসহ মোট ৩ হাজার ৯শ ৮টি আসনের বিপরীতে ভর্তির আবেদন করা যাবে।
আর তিন ধাপে এসব স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮, ১৯ এবং ২০ ডিসেম্বর।