চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিইও) হিসেবে যোগদান করেছেন মো. শহীদুল ইসলাম ।তিনি সাবেক ডিপিইও নাসরিন সুলতানার স্হলাভিষিক্ত হলেন। শহীদুল ইসলাম প্রথম কার্যদিবসের অফিস করেছেন গত বুধবার (১৮সেপ্টেম্বর)। অফিসে বসেই সকল কর্মকর্তা ও কর্মচারিদের সাথে কুশলবিনিময় করেন। এসময় নবাগত ডিপিইওকে ফুল দিয়ে বরণ করে নেন বিভিন্নস্তরের অফিসারগণ ।

নতুন কর্মস্থলে আসার আগে তিনি জামালপুরে ডিপিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। এক প্রতিক্রিয়ায় নবাগত ডিপিইও আজ শনিবার (২১সেপ্টেম্বর) সকালে চাটগাঁর বাণী’কে বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে পিছিয়েপড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিয়ে সংশ্লিষ্ট সবার সাথে বসে আলোচনার মাধ্যমে ভালোকিছু করার পরিকল্পনা আছে। তারপরও যোগদানের পরদিনথেকে স্কুল পরিদর্শন শুরু করে দিয়েছি। আজও (শনিবার) পরিদর্শনে যাবো। এ ব্যাপারে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
রাজধানীর সাভারে জন্মগ্রহণকারী শহীদুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত রসায়ন বিষয়ে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। প্রথম চাকরিতে যোগদান করেন ১৯৯৭ খ্রিস্টাব্দে উপজেলা শিক্ষা অফিসার হিসেবে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় ।
ব্যক্তিজীবনে তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক।