২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ || ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক গোলাম ফারুক। তিনি নায়েমের মহাপরিচালক পদে দায়িত্ব পালন করছেন।

রবিবার (১৮নভেম্বর) এ সংক্রান্ত আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

অধ্যাপক গোলাম ফারুক আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক পদে ছিলেন।

অধিদপ্তরের মহাপরিচালক থাকা অবস্থায় গত ৩ নভেম্বর মৃত্যুবরণ করেন অধ্যাপক মাহবুবুর রহমান। এর পর থেকেই পদটি শূন্য হয়।

মহাপরিচালক হিসেবে নিয়োগ পাওয়া অধ্যাপক গোলাম ফারুককে অভিনন্দন জানিয়েছে স্বাধীনতা বিসিএস সাধারণ শিক্ষা সংসদ, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি, শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) সহ বিভিন্ন সংগঠন।