এশিয়ান গেমসের ফুটবল ম্যাচে কাতারকে হারিয়ে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ ফুটবল দল।
এশিয়ান গেমসের ইতিহাসে এই প্রথম বাংলাদেশ গ্রুপ পর্ব টপকে উঠে গেলো শেষ ষোলোতে। ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত গ্রুপ পর্বের শেষ ম্যাচে একেবারে শেষ মিনিটে এসে জামাল ভূঁইয়ার গোলে কাতারকে ১-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
ইনজুরি সময়ে মাসুক মিয়া জনির পাস থেকে বল ধরে বক্সে ঢুকে জামাল ভূঁইয়া গড়ানো শটে গোল করেন। ওই গোলেই এগিয়ে যায় বাংলাদেশ।
গ্রুপ ‘বি’ থেকে ৩ ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে নকআউট পর্বে উঠল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ৩-০ গোলে হারে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র হয়। তৃতীয় ম্যাচে কাতারকে হারিয়ে প্রথমবারের মতো নকআউট পর্বে উঠে গেল বাংলাদেশ।