২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ || ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) মদদে জাতীয় ঐক্যফ্রন্ট গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে দাবি করেছেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

শনিবার (২২ ডিসেম্বর) বিকেলে  উত্তর কাট্টলী এলাকায় নিজ বাসায় তিনি এসব কথা বলেন।

সুজন  বলেন, আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে স্বাধীনতা বিরোধী গোষ্ঠী অঘটন ঘটানোর প্রস্তুতি নিচ্ছে।কোনো অবস্থাতেই তাদের সে চক্রান্ত সফল হতে দেয়া যাবে না। শেখ হাসিনার নেতৃত্বে  দশ বছরে যে উন্নয়ন হয়েছে তা অব্যাহত রাখতে হবে। সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, চট্টগ্রাম-১১ আসনে আওয়ামী লীগ প্রার্থীকে বিজয়ী করতে হবে।লন্ডনে বসে পাকিস্তানী সামরিক গোয়েন্দা সংস্থার প্রত্যক্ষ মদদে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে  ঐক্যফ্রন্ট। তাদের সে ষড়যন্ত্র  সফল হতে দেয়া যাবে না।

উপস্থিত ছিলেন বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মো. ইলিয়াছ, মুক্তিযোদ্ধা এস এম আবু তাহের, বন্দর থানা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ কামরুল হোসেন, সাহেদ বশর, সালাউদ্দিন বাদশা প্রমুখ।