স্কুলটা দেখতে খুবই সুন্দর, আমি চাই ঢাকা থেকে বাচ্চারা এখানে পড়তে আসুক। এসব কথা বলেছেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব (উন্নয়ন-১) নাসরিন জাহান।

রবিবার (৪নভেম্বর)দুপুরে তাৎক্ষণিক সীতাকুণ্ড থানা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে স্কুলের শ্রেণিকার্যক্রম ও সার্বিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি এসব কথা বলেন।
উপ-সচিব নাসরিন জাহান দেশ-বিদেশের শিক্ষাবিষয়ক নানা অভিজ্ঞতা তোলে ধরে শিক্ষক ও শিক্ষাকর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
এসময় উপজেলা শিক্ষা অফিসার মো. নুরুচ্ছোফা, সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণ যথাক্রমে মো. আলা উদ্দীন, হারুন আল রশীদ, তাজমিরী খাতুন, লিটন সূত্রধর উপস্থিত ছিলেন।