২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ || ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম পাওয়া যাবে মঙ্গলবার(১৫জানুয়ারি)।

সকাল ১০টা থেকে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপ্রত্যাশীরা আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গেলো ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদের নির্বাচন ২৯৯টি আসনে অনুষ্ঠিত হয়। এতে ২৮৮টি আসনে বিজয়ী হয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট।

বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট পায় ৭টি আসন। আরও স্থগিত হওয়া একটি আসনে পরে জয় পায় বিএনপি।