আইসিসি বিশ্বকাপের ১২তম আসরটি শুরু হবে আগামী বছরের ৩০ মে। তার আগে শুরু হচ্ছে বিশ্বকাপের ‘ট্রফি ট্যুর’। ২৭ আগস্ট এর প্রথম গন্তব্য হবে ওমানের মাসকটে। এরপর আগামী ৯ মাসে বিশ্বের বিভিন্ন শহরে ঘুরে বেড়াবে সোনালি রঙয়ের এই ট্রফি।
বৈশ্বিক ভ্রমণের অংশ হিসেবে আইসিসি বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে আসবে ১৭ অক্টোবর। ক্রিকেটাপ্রেমীদের দেখার জন্য এ ট্রফি থাকবে ১৭ থেকে ২৩ অক্টোবর। এর মধ্যে ঢাকায় থাকবে ১৭-১৯ অক্টোবর, খুলনায় ২০ অক্টোবর, সিলেটে ২১ অক্টোবর এবং চট্টগ্রামে ২২ ও ২৩ অক্টোবর। ট্রফির সঙ্গে ছবি তোলার ব্যবস্থা থাকবে।
দুবাইয়ে আইসিসির সদর দফতর থেকে ট্রফির সফর শুরু হবে। এবারই সবচেয়ে বেশি দেশ ঘুরে বেড়াবে এটি। ৫টি মহাদেশের ২১টি দেশ ও ৬০টি শহর ঘুরবে।
ওমান হয়ে যুক্তরাষ্ট্র, রোয়ান্ডা, নাইজেরিয়া, ফ্রান্স, বেলজিয়াম, নেপাল ও জার্মানিতেও যাবে ট্রফিটি। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, কেনিয়া, জ্যামাইকা ও বারবাডোজ সফর করবে এটি। এরপর বিশ্বকাপ শুরুর ১০০ দিন আগে ১৯ পৌঁছাবে ইংল্যান্ডে।