দেশীয় অস্ত্রসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (১৯ এপ্রিল)রাত সোয়া তিনটায় র্যাব-৭, চট্টগ্রামের লোহাগড়ার দিঘীর পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে।জসিম উদ্দিন (৩৭) কক্সবাজারের চকরিয়া থানার উত্তর হারবাং গ্রামের মৃত দলিলুর রহমানের ছেলে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী জসিম চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয় এবং অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের কার্যক্রম করে আসছে।
অস্ত্রধারী সন্ত্রাসী র্যাবের এ অভিযানে গ্রেফতার হওয়ায় স্থানীয় লোকজন সন্তোষ প্রকাশ করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
