অর্থ আত্মসাত ও প্রতারণার দায়ে পূবালী ব্যাংক চট্টগ্রামের চকবাজার শাখার ম্যানেজারসহ ৩ কর্মকর্তাকে পুলিশ গ্রেফতার করেছে । সোমবার (১৪ জানুয়ারি) দুপুরে তাদের গ্রেফতার করা হয় চকবাজার শাখা থেকেই ।অভিযোগকারী পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. মঞ্জুরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন ।
গ্রেফতাররা হলেন- ব্যাংকের চকবাজার শাখার ম্যানেজার এনামুল করিম চৌধুরী (৪২), জুনিয়র অফিসার ইকরামুল রেজা রেজভী (৩৪) এবং অফিসার (কম্পিউটার) চন্দন দে (৩৩)।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, গত ৭ জানুয়ারি ৪টি চেকের মাধ্যমে আসামিরা পরস্পর যোগসাজশে ব্যাংক থেকে ১২ কোটি ৮৫ লাখ টাকা ট্রান্সফার করেন। পরে ওই টাকা আত্মসাত ও প্রতারণার দায়ে পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে তিন কর্মকর্তাসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্ত করছে দুদক।
তিনি আরও বলেন, আজ (সোমবার) দুপুরে পূবালী ব্যাংকের চকবাজার শাখা থেকে আসামিদের গ্রেফতার করা হয়।