অরিত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় ভিকারুনসিসা স্কুলের শ্রেণিশিক্ষক হাসনা হেনাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকালরাত ১১টার দিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে তাকে প্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাহিনীর কর্মকর্তারা। অভিযুক্ত বাকি দুই শিক্ষককেও যেকোন সময় গ্রেপ্তার করা হতে পারে বলে জানান তারা। গত সোমবার রাজধানীর শান্তিনগরের নিজ বাসায় আত্মহত্যা করে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারী।
বাবার অপমান সইতে না পেরে সে আত্মহত্যা করে বলে স্বজনদের অভিযোগ। আত্মহত্যায় প্ররোচনা দানকারী হিসেবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, প্রভাতী শাখার প্রধান জিনাত আখতার ও শ্রেণিশিক্ষক হাসনা হেনার বিরুদ্ধে মঙ্গলবার রাতে পল্টন থানায় মামলা করেন অরিত্রীর বাবা।